কাওছার আহমেদ ॥
জামালপুর জংশন থেকে টাঙ্গাইলের যমুনাসেতু পূর্ব ষ্টেশন হয়ে ঢাকা পর্যন্ত নতুন ক শ্রেণীর আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস সহ মেইল ও লোকাল ট্রেন মিলে ১০টি ট্রেন যাতায়াত করে। তবে জামালপুর থেকে তারাকান্দি পর্যন্ত রেল লাইনে পাথর না থাকায় ও ফিসপ্লেট,ষ্টিপারগুলোর নাট বল্টু পুরোনো ও ব্রীজ গুলো অত্যন্ত ঝৃকিপূর্ণ হবার ফলে অনেকেটা ঝুকি নিয়ে রেল চলাচল করতে হচ্ছে যাত্রীদের। তবে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার করে বলেছে রেল কর্তপক্ষ।
জামালপুর থেকে সরিষাবাড়ি হয়ে টাঙ্গাইল জেলার যমুনাসেতু পূর্ব ষ্টেশন থেকে ঢাকার দুরত্ব ১৮৮ কিলোমিটার । এই লাইনে দুটি আন্তঃনগর ,মেইল ও লোকাল ট্রেন মিলে ১০টি ট্রেন যাতায়াত করে। তবে জামালপুর থেকে তারাকান্দি ষ্টেশন পর্যন্ত ৩২ কিলোমিটার রেল লাইনে পাথর না থাকায় ও ফিসপ্লেট,ষ্টিপারগুলো নাট ,বল্টু ঢিলে হওয়ায় ফলে ট্রেন লাইনচ্যুত হয়ে এই রেললাইনে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারে বলে জানান পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বিল্লাল ও সজীব। রেলযাত্রী আকবর হোসেন জানান এছাড়া রেললাইনে থাকা সংযোগ ব্রীজগুলো বেশ পুরোনো হয়ে গেছে। সেই সাথে রেল ব্রীজে ফাটল সহ ব্রীজের নাট বল্টু ঢিলে হয়ে যাওয়ায় অনেকটা ঝুকি নিয়ে অপেক্ষাকৃত কম গতিতে রেল চলাচল করার ফলে এই লাইনে জামালপুর থেকে ঢাকা যাতায়াতে দেড় থেকে দুই ঘন্টা সময় বেশী লেগে যাচ্ছে যাত্রীদের। তাই রেল ব্রীজ ও লাইনের দ্রুত সংস্কার করে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কতৃপক্ষে সুদৃষ্টি কামনা করেছে তারা। জামালপুর জংশন এর ষ্টেশন মাষ্টার মোঃ শাহাবু্িদ্দন,এই রেল লাইনের বেহাল দশা কথা স্বীকার করে বলেন রেল যাত্রীদের যাত্রীসেবার মানবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাত্রী সেবার মান বৃদ্ধি করা হবে।এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক রেল মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে রেল লাইন সংস্কারে জরুরী পদক্ষেপ নেওয়ার আশ^াস দেন তিনি। সব মিলিয়ে দ্রুত রেল লাইন সংস্কারে জরুরী পদক্ষেপ নিবে যথাথত কতৃপক্ষ এমনটি প্রত্যাশা সকলের।