• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন জামালপুরে এম এ রশিদ হাসপাতালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত জামালপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর থানার কাজী শাহ নেওয়াজ ইমন জামালপুরে বিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত আগামীকাল ৬ জুন জামালপুরে দুদকের গণশুনানী বকশীগঞ্জে অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার জামালপুর এম এ রশীদ হসপিটাল এর আয়োজনে নিরাপদ ডেলিভারি ও নবজাতকের সুরক্ষা শীর্ষক সেমিনার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা জামালপুরে জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকি পালিত

জামালপুরে ভ্রাম্যমান আদালতে প্রকাশ্যে ধূপপানের দায়ে তিনজনকে অর্থদন্ড

তানভীর আহমেদ হীরা:

জামালপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনজন ধূমপায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ও সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে ধূমপানরত অবস্থায় তাদের এই দন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু আব্দুল্লাহ খান ও মো: মাহবুবুল হাসানের নেতৃত্বে আলাদ দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সদর উপজেলার কাষ্ট সিংগা গ্রামের মৃত আবুল আলীর ছেলে মো: সোহবার হোসেন (৬২) এবং জেলা সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গন থেকে ইসলামপুর উপজেলার গাঁওকুড়া গ্রামের মৃত অশীদ শেখের ছেলে আব্দুল মান্নান (৫০) ও সদর উপজেলার কানিল গ্রামের এরশাদ উল্লাহর ছেলে মো: আব্দুল হক (৫০) কে প্রকাশ্যে জনসমাগমে ধূমপান করার অপরাধে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (২০১৩ সালের সংশোধনী) এর ধারা- ৪ (১) অনুযায়ী তিনজনকে মোট ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার  আনিসুর রাহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু আব্দুল্লাহ খান জানান, দন্ড শেষে জনসচেতনতা মুলক কার্য্ক্রমের অংশ হিসেবে ধূমপানের কুফল সম্পর্কে তাদের অবহিত করা হয়।  এধরনের কার্যক্রম আগামীতেও চলবে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।