সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামালপুরের সুনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হীরা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আকলেছুর রহমান আকলেছ এর নামে ফেসবুক আইডি ব্যবহারকারী (ডধযরফঁষ কধৎরস কযধহ ঞড়হসড়ু) ওয়াহিদুল করিম খান তন্ময় এর ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়র্ড ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করায় এর তীব্র প্রতিবাদ করেছেন মেসার্স হীরা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আকলেছুর রহমান আকলেস । এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন থেকে জামালপুর তথা দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে ঠিকাদারী কাজ পরিচালনা করে আসছি। সেই সাথে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে আসছি এলাকার মানুষের জন্য। তবে আজ সকালে ফেসবুক আইডি ব্যবহারকারী (ডধযরফঁষ কধৎরস কযধহ ঞড়হসড়ু) ওয়াহিদুল করিম খান তন্ময় এর ফেসবুক আইডি থেকে আমার সম্পর্কে মিথ্যা বানোয়র্ড ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে আসছে। মূলত সামাজিক ও ব্যবসায়ীক ভাবে আমার সুনাম নষ্ট করার হীন লক্ষে ফেসবুকে আমার সম্পর্কে মিথ্যা ,ভিত্তিহীন ও বানোয়ার্ড তথ্য দিয়ে আমাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমার সম্পর্কে এসব তথ্য লিখায় এর তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। সেই সাথে আমার সম্পর্কে এসব মিথ্যা তথ্যে কাউকে বিভ্রান্ত না হবার জন্য সকল বন্ধু,সুধিজন ও আমার শুভাকাঙ্খিদের অনুরোধ জানাচ্ছি।
মোঃ আকলেছুর রহমান আকলেস
স্বত্তাধিকারী
মেসার্স হীরা এন্টারপ্রাইজ