প্রেস রিলিজঃ
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
২। এরই ধারবাহিকতায় অদ্য ২৩/০৮/২০২১ ইং তারিখ ১৮.২০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে শেরপুর জেলার নকলা থানাধীন ধনাকুশা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ছাইফুল এর মনোহারির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৪ টি বন্য প্রাণী জীবিত তক্ষকসহ ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লোকমান হাসান (২৮), পিতা-মোঃ মমতাজ উদ্দিন, সাং-ধনাকুশা, থানা-নকলা, জেলা শেরপুর এর নিকট হতে ০৪ টি জীবিত তক্ষক এবং ০১ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। আসামীর ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক
মূল্য (১৪” ইঞ্চি তক্ষকের মূল্য ৩০,০০,০০০+১র্৩র্ ইঞ্চি তক্ষকের মূল্য ২০,০০,০০০+ র্৬র্ ইঞ্চি ০২ টি তক্ষকের মূল্য ১,০০,০০০+১,০০,০০০)=৫২,০০,০০০/- (বায়ান্ন লক্ষ) টাকা।
৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর থানাধীন বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
৪। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আশিক উজ্জামান
স্কোয়াড্রন লিডার
কোম্পানী কমান্ডার
র্যাব-১৪, সিপিসি-১,