ফজলে এলাহী মাকামঃ
থাকবো ভালো রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গর্ব বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে জামালপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়।অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেসুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার ।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম,সাংবাদিক জাহাঙ্গির সেলিম,ব্র্যাক প্রতিনিধি মনির খান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা কাজের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিজেদের প্রশিক্ষিত করে দক্ষ জনগোষ্ঠী হিসেবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরামর্শে বৈধ পথে প্রবাসে গিয়ে প্রবাসে আয় করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।