মসজিদের ইমাম মুফতি নুর মোহাম্মদ সোহাগ তারাবির নামাজ পড়ানোর জন্য রাত আনুমানিক আট টার সময় তার বাসার থেকে বের হলে অভিযুক্ত জাকির হোসেন ইমামকে অকথভাবে গালিগালাজ ও মারধরের উপক্রম হয়। এ বিষয়ে ইমাম মসজিদে এসে মুসল্লিদের সাথে এ বিষয়ে আলাপ-আলোচনা করেন।
অভিযুক্ত জাকির হোসেন উল্টো ইমাম নূর মোহাম্মদের সোহাগ এর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে।
এ ঘটনার প্রেক্ষিতে আজ শুক্রবার জুমার নামাজ পড় মসজিদ কমিটি ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল ওলামার দেওয়ানগঞ্জ উপজেলার সভাপতি ও দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আখতারুজ্জামান।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাসেল।
বক্তারা বলেন অভিযুক্ত জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি ও ইমাম নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।