মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে স্বামীর সাথে জগড়ার জেরে করে সুবর্না ( ২৪) নামে এক গৃহবধু আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার ( ১৫ আগষ্ট) বিকালে বালিজুড়ি বাজার এলাকায় দূর্ঘটনা ঘটে। আত্মহননকারী সুবর্ণা বালিজুড়ি বাজারের কাপর ব্যবসায়ী মোঃ খোকনের স্ত্রী ও মেলান্দহ উপজেলার উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে। গত ৭ বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে,১৫ আগষ্ট বিকাল ৫টার দিকে খোকন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার খেতে বাসায় আসলে তার স্ত্রী সুবর্ণা তাকে এলার্জি রোগ যুক্ত খাবার বেগুনের তরকারি খেতে দেয়। এতে করে খোকন তার স্ত্রীর সাথে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাকে চরথাপ্পড় মারেন। পরে খোকন না খেয়েই বাসা থেকে চলে আসেন। পরে এই জেরে খোকনের স্ত্রী সুবর্ণা তার থাকার রুমে তার গলার ওড়না আড়ায় আটকিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে খোকন ও তার সহোদর ভাই রোকন দরজা ভেঙে লাশ উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ মডেল থানার উপ – পরিদর্শক ( এসআই) জিন্নত আলী জিন্নাহ জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই গৃহবধু আত্মহত্যাই করেছে। তার স্বামীর সাথে জগড়ার জেরে আত্মহত্যা করেছে বলে শুনা যাচ্ছে। ইতোমধ্যে তার স্বামীকে আমরা আটক করেছি। নিহতের পরিবার বাদী হয়ে একটি আত্মহত্যার একটি প্ররোচনার মামলা করবেন। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আজ অভিযুক্ত স্বামীকে কোর্টে পাঠানো হবে।