ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ বিকালে মুকুন্দবাড়ি রেলক্রসিং মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ খান,জামালপুর বিআরটিএ, এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ আফতাবুল ইসলাম, মেকানিক্যাল এসিস্টেন্ট সুজন চন্দ্র পাল সহ আরো অনেকে।
বিআরটিএ জামালপুরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতে বাস,ট্রাক সিএনজি ও মোটর সাইকেলে চালকদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও সড়ক পরিবহনের বিভিন্ন আইনের মাধ্যমে ৯টি মামলায় মোট ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জামালপুর বি আর টি এর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামালপুর বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ আফতাবুল ইসলাম।