গত ২ অক্টোবর ২০২৪ দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ শীর্ষক শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার একাংশের প্রতিবাদ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিনহাজ।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, সংবাদের একাংশে মেলান্দহ নয়নগর ইউনিয়নের কান্দাপাড়া বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতার নামে জামালপুর শহরে ও শহরের বাইরে ৩০০ একর জমির যে কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। মূলত প্রাইমারি স্কুলের শিক্ষকতা পেশায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে আসছেন মিনহাজ। প্রকৃত পক্ষে সামাজিক ও পেশাগতভাবে হেও প্রতিপন্ন করার লক্ষ্যে একদল কুচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে। তাই আমার সম্পর্কে প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ মিনহাজ
জামালপুর।