ফজলে এলাহী মাকামঃ
সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতবার সকালে জামালপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন ডাক্তার তারেক মেহের রনি, জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,পরিচালক এহসান ফয়সান রঞ্জন ,সাংবাদিক হাফিজ রায়হান,এম এ জলিল, জাহাঙ্গির সেলিম, ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ডায়াবেটিস রোগ প্রতিরোধে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা, নিয়মিত ব্যায়াম ও ফাস্টফুড ও চর্বি জাতীয় খাদ্য পরিহার করে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও সুস্থতা নিশ্চিত করতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাচল করার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্টানটি সঞ্চলনা করেন জামালপুর ডায়াবেটিস হাসপাতালের পরিচালক সাযযাদ আনসারী ।