• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সকাল বাজার ও শফিমিয়ার বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা জামালপুরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে জানুয়ারী মাসের জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুন্যের উৎসবে ক্রীড়া সামগ্রী বিতরন ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত  জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে ভারতীয় ১৩৫ বোতল মদ আটক কুড়িগ্রামে ৭ম পর্বে ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ জামালপুরে শীতার্ত মানুষের পাশে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক

জামালপুরে পিলখানা হত্যাকান্ডের তদন্ত, জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
২০০৯ সালে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে জামালপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাবেক সিপাহি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলবন্দী বিডিআর সদস্য মোশাররফের মা মিলন নাহার, ছোট বোন শিলা আক্তার, জেলবন্দী জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সাবেক ল্যান্স নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪ জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছেন। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহ¯্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দী করে রাখা হয়েছে। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যকে জেল, জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে জামালপুর জেলায় প্রায় দেড়শ জন বিডিআর সদস্য রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।