মুগ্ধতায় তুমি
———————–
মোঃ সারোয়ার জাহান সোহাগ
—————————————–
অপরুপ সুবিশাল নদীর তীরে
মৃদু সুমিস্ট মুক্ত সমীরে
হাজারো হরেক বিহগের সুমধুর সুরে
পরম অভিভূত আমি সুন্দর এ ভূধরে।
তেমার কথা খুবই পড়ছে মনে
দেখি তোমার মোহিত রুপ আমার কল্প ভুবনে।
তোমার সুন্দর খোঁপায় লাল গোলাপের বাঁধনে
অপূর্ব তোমাকে দেখি পরম আকর্ষণে।
পরম মুগ্ধ আমি দেখি তোমার অতুলনীয় মুচকি হাসিতে
যেন দুনিয়া মেতে উঠে সুচারু সাজতে !
দেখি কেউ নাই আমার পাশে
ছিলাম আমি সুন্দর স্বপ্নের পড়শে।
তাকিয়ে থাকতাম তোমার ভাষাময় লোচনে
থাকতাম পরম অনুরাগে অভিভূত আমি এ ভূবণে ।
চমৎকার তোমার হাতের স্পর্শনে
হেটে চলতাম একসাথে প্রবল আকর্ষণে।
পরম মুগ্ধ আমি যেন বিশ্বে একজনে ।
তোমায় নিয়ে হারিয়ে যাই প্রেমের গভীরে
পরম ভাবাবেগে আমিই সুন্দর মহীধরে
যদি পেতাম তোমাকে আমার পাশে চিরতরে !