• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি ঃ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তার পদে কর্মরত থাকা অবস্থায় একই পদে শিক্ষা মন্ত্রাণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহরের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ, শিক্ষার্থী আখিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ড. আজাদ খান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় ওই পদে শিক্ষা মন্ত্রাণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির আহ্বান করা তার জন্য অসম্মানজনক ও অবমাননাকর। ড. আজাদ খান মহাপরিচালকের পদে থাকায় আওয়ামী লীগের দোসররা তাদের অপকর্ম পরিচালনা করতে পারছে না। এজন্য ড. আজাদ খানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। অবিলম্বে শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক উক্ত পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহীদের জীবনবৃত্তান্তসহ আবেদন করার অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পরের দিন ৭ অক্টোবর মাউশির মহাপরিচালক পদ থকে পদত্যাগ করেন ড. আজাদ খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।