• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

সরিষাবাড়ীতে সৎমার হাতে নিহত শিশুর লাশ কবর থেকে উত্তোলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সৎমা কর্তৃক শিশুকন্যাকে গলাটিপে হত্যার চারদিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া (ভূঁইয়াপাড়া) গ্রামের নিজবাড়িতে সমাহিত কনা আক্তারের (৪) মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়।
এসময় আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাছুদুর রহমানসহ সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম উপস্থিত ছিলেন। লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে মাজালিয়া (ভূঁইয়াপাড়া) গ্রামের আবুল কালামের মেয়ে কনা আক্তারকে তার সৎমা রিনা আক্তার (২৬) টিউবয়েলপাড়ে ডেকে নিয়ে গলাটিপে হত্যা করে। পরে লাশ ঘরের পাশে ডোবায় ফেলে পানিতে ডুবে অপমৃত্যু বলে প্রচার করে। ঘটনাটি নিয়ে এলাকায় সৎমাকে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়। পরে শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সৎমাকে পুলিশ আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সৎমা শিশুটিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, আবুল কালামের দ্বিতীয় স্ত্রী রিনা আক্তারের গর্ভে সন্তান না থাকায় প্রথম স্ত্রীর মেয়ে কনা আক্তারকে সহ্য করতো পারতো না। তাই সৎমা শিশুটিকে গলাটিপে হত্যা করে পানিতে ডুবে অপমৃত্যু বলে প্রচার করে। শিশুর বাবা তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে অভিযুক্ত সৎমাকে আটক করে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়।
এরপর আদালতের নির্দেশে রোববার কবর থেকে নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।