নানা কর্মসূচিতে সারাদেশের ন্যায় জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গমাতার প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম ,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।