এম.এফ.এ মাকামঃ
জামালপুরে সারা দেশের মত এক কোটি নিন্ম আয়ের পরিবারের মাঝে ভর্তুকী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জামালপুরে আজ সকালে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে টিসিবি পণ্য বিক্রয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোক্তার হোসেন, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম প্রমুখ।
এসময় প্রতিকেজি সয়াবিন তেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে ১ হাজার উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি করে চাল বিক্রয় করা হয়।