• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

কুড়িগ্রামের রৌমারীতে ৭ বছরের শিশুকে যৌন নিপিড়ন– আটক দুই জন

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলা চর গেন্দার আলগায় গ্রামে ২য় শ্রেনীর এক ছাত্রীকে যৌন নিপিড়ন করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দুই কিশোর সাইদুর(১৪)এবং শরীফ(১৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মঙ্গলবার(৬৭এপ্রিল) বিকেলের দিকে শিশুটি তাদের বাড়ীর পাশ্ববর্তী একটি মাঠে তার সমবয়সীদের সাথে খেলছিল।
এসময় একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে  সাইদুর ও গোলাম হোসেনের ছেলে শরিফ শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে শরীফের সহযোগিতায় সাইদুর শিশুটিকে যৌন নিপিড়ন করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে শিশুটির পরিবারের লোকজন তাকে  চিকিৎসার জন্য রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুপুর বিশ্বাস জানান, শিশুটির রক্তক্ষরণ হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
মঙ্গলবার রাতেই শিশুটির মা ও দুই জনের বিরুদ্ধে রৌমারী থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ বুধবার সাংবাদিকদের জানান, শিশুটির মা অভিযোগ করেছেন। অভিযুক্ত দুই জন আটক আছে আছে আজকে তাদের কুড়িগ্রাম কোর্টে চালান করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।