• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত 

ইসলামপুরে যমুনার দূর্গম চরে জমি দখলের ঘটনায় সংঘর্ষ গুলিবিদ্ধ আহত ব্যক্তির মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে চরের খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত জালাল খন্দকার নামে(৩২) একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার যমুনার দুর্গম চর উত্তর বরুল গ্রামে খাস জমি দখলের ঘটনায় সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পাশ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল গ্রামের ১শত একর খাস জমি দখল করতে যায়। এসময় ওই গ্রামের মিন্টু মেম্বার ও সুজন এবং তাদের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রহিম মেম্বারের লোকজনের লাঠির আঘাতে বেলাল হোসেন(৩০) নামে একজন মৃত্যু হয় এবং প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয় রহিম মেম্বার গ্রুপের জালাল খন্দকার(৩২)। গুরুতর আহত জালাল খন্দকারকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত বেলাল হোসেনের স্ত্রী সুবেদা বেগম শনিবার বদি হয়ে রহিম মেম্বারকে প্রধান আসামী করে ২৮ জনের নামে মামলা ইসলাপুর থানায় একটি মামলা দায়ের করে।
এদিকে রবিবার রাতে গুলিবিদ্ধ জালাল খন্দকারের স্ত্রী আকলিমা আক্তার বাদি হয়ে সুজনকে প্রধান আসামী করে আরও ১৪ জনের নামে মামলা দায়ের করেছে।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান- দূর্গম চরাঞ্চলের জমি সংক্রান্ত ঘটনায় মামলায় আসামীদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।