• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন 

 

জামালপুর প্রতিনিধি ঃ
আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। ২০১৭ ও ২০২০-এই দুই সালের লিখিত পরীক্ষা বাতিল করে শুধুমাত্র প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করার দাবি তাদের।
আজ মঙ্গলবার (৩০ জুন)  সকালে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবী সৈয়দ গোলাম সুফিয়ান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী সমন্বয়কারী জাহানারা আক্তার, সাইমা আক্তার রাখী, সাইফুল ইসলাম,নোমান,দিলরুবা, জাহাঙ্গীর, বিথী, রোমান,হাসান,নূর আহাম্মেদ সরকার প্রমূখ।
মানববন্ধননে বক্তারা বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘ পরীক্ষাজট নিরসনের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের কাছে শিক্ষানবিশ আইনজীবীদের আবেদন লিখিত পরীক্ষা বাতিল করে ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করে উচ্চ আদালতের রায় কার্যকর করে দীর্ঘ পরীক্ষাজটের নিরসন করা হোক।
মহামারি করোনাভাইরাসের কারণে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়ায় ২০১৭ সালের লিখিত ও ভাইভা পরীক্ষায় অকৃতকার্য এবং ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা লিখিত ও ভাইভা মওকুফ করে সরাসরি গেজেট দিয়ে সনদের দাবিতে এই মানববন্ধন করা হয়।
শিক্ষানবিশ আইনজীবীর প্রধান সমন্বয়কারী জাহানারা আক্তার বলেন, ২০১৭ সালের আপিল বিভাগের রায়ে প্রতিবছর এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করার জন্য নির্দেশনা আছে। এখন প্রায় চার বছর হয়ে গেলেও এই নির্দেশনা কার্যকর করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হলেও বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য অনির্দিষ্ট সময়ের জন্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।‘
শিক্ষানবিশ আইনজীবী সমন্বয়কারী সাইমা আক্তার রাখী বলেন, ‘প্রায় তিন বছর এনরোলমেন্ট পরীক্ষা হয়নি। তাই উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে এবং বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা ২০১৭ ও ২০২০ সালের লিখিত পরীক্ষা ছাড়াই প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সনদ দেওয়ার দাবি জানিয়েছি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।