• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত 

নারীদের ক্ষমতায়ন, অধিকার বাস্তবায়ন করে পিছিয়ে পড়া নারীদের আধুনিক ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে নিরলশ ভাবে কাজ করে যেতে চাই —— কেন্দ্রীয় যুব মহিলালীগ নেত্রী শারমিন আক্তার ময়না

 

এম.এফ.এ মাকাম ঃ
নারীদের অধিকার বাস্তবায়ন,নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারীদের আধুনিক ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শারমিন আক্তার ময়না। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যকে বাস্থবায়ন করতে দিনরাত পরিশ্রম করছেন তিনি।
কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার ময়না ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে নিজে একজন নারী উদ্যোক্তা হিসেবে নারীদের সাবলম্বি করতে ও নারীদের কর্মমূখী হয়ে পরিবারের বোঝা না হয়ে সৃজনশীল কাজের মাধ্যমে তাদের নিজের পায়ে দাাঁড়াতে সহায়তার মাধ্যমে ইতি মধ্যেই মানুষের আইকন হিসেবে পরিণত হয়েছে।
শারমীন আক্তার ময়না জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা চিকাজানী ইউনিয়নের প্রচীন গায়েবী মসজিদ সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা পরিবারের সভ্রান্ত মুসলিম পরিবারে মরহুম গোলাম সরোয়ার চাঁন মিয়ার সর্ব কনিষ্ঠ কন্যা তিনি।শিশু ও কৈশর কালে দেওয়ানগঞ্জ পড়ালেখার পাশাপাশি পরে ঢাকা সিটি কলেজ ও পরিবর্তীতে জগন্থাথ বিশ^বিদ্যলয় থেকে হিসাব বিজ্ঞানে ¯œাতক উত্তর ডিগ্রিগ্রহন করেন। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতি পাশাপাশি ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলন,বিএনপি-জামায়াত সরকারের সময় যুব মহিলালীগের প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করে দলীয় কর্মসূচী বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা পালন করেছে। সেই সাথে যুবমহিলা লীগের রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহন করে বর্তমানেও বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে নিয়োজিত রেখেছেন এই যুব মহিলা লীগ নেত্রী।
বর্তমানে এই যুব মহিলা লীগ নেত্রী শারমীন আক্তার ময়না একটি বেসরকারী প্রতিষ্ঠানে পরিচাকের পদে আছেন। ২০১০ সালে পবিত্র মক্কা শরীফে হজ¦ব্রত পালন করেন তিনি।এছাড়া ঢাকায় নিজস্ব মালিকাধীন বুটিকস এর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ব্যবসায়ীক প্রয়োজনে ইতি মধ্যেই দেশের পন্য বিদেশের দরবারে পৌছে দেওয়ার লক্ষে নিজে ইউরোপ,আমেরিকার সৌদি আরব,জার্মানী,লন্ডন,মালদ্বীপ,ভুটান,ইন্ডিয়া সহ ২২ দেশ ভ্রমন করেছেন। এসব দেশের বিভিন্ন মেলায় বাংলাদেশী পন্য তুলে ধরে দেশের জন্য অনেক সন্মান নিয়ে এসেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযারী দেশের প্রান্তিক মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া করোনা কালীন সময়ে নিজে
গাড়ি চালিয়ে মানুষের দাড়ে দাড়ে গিয়ে অর্থ সহায়তা,ত্রান সহায়তা ,চিকিৎসা সেবার পাশাপাশি মানুষদের সচেতন করতে গণ সংযোগ বিনামূল্যে মাক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন। তিনি চান প্রধান মন্ত্রী যেমন নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন তেমনি তিনিও নারী জাগরনে ও নারীর অধিকার বাস্থবায়নে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। যুবমহিলালীগ নেত্রী ময়না চান কোন নারী যাতে পরিবারের বোঝা না হয় ও প্রতিটি নারী পরিবার তথা দেশের সম্পদে পরিণত হয়। পুরুষের পাশাপাশি তারাও যাতে দেশ গঠনে কাজ করতে পারে সেজন্য তিনি সকল ধরনের সহযোগীতার আশ^াস প্রদান করেন। বর্তমান সরকারে উন্নয়ন মূলক কাজ ও সেবা সমূহ মানুষকে জানানোর পাশাপাশি মাদকমুক্ত,সন্ত্রাস মুক্ত,বাল্য বিবাহ প্রতিরোধ ও ইউটিজিং এর কুলফ মানুষদের জানানোর পাশাপাশি একটি আধুনিক,ডিজিটাল ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকল শ্রেণী পেশার মানুষের যারযার অবস্থান থেকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি। নিজ অবস্থান থেকে তিনি এলাকার মানুষের জন্য যে কোন দূর্যোগে ত্রানসহায়তা,চিকিৎসা সহায়তা,খেলাধুলার আয়োজন,মসজিদ মাদ্রাসায় দান করার পাশাপাশি মানুষের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রেখেছেন। যুব মহিলা লীগের নেত্রী একটি স্বপ্ন দেখেন সামনে নিজ এলাকার মানুষের জন্য একটি বৃদ্ধাশ্রম ও এতিম খানা করে সেখানে এতিম শিশু তথা বৃদ্ধদের বিনা মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। সর্ব পরি বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ও হতদরিদ্র প্রান্তিক মানুষদের সহায়তা করতে যুব মহিলালীগ নেত্রী হিসেবে শেখ হাসিনার বিশ^স্ত ভেনগার্ড হিসেবে মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চান তিনি। এজন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা চেয়েছেন।

ফজলে এলাহী মাকাম
জামালপুর।
০৩-০৪-২২


আপনার মতামত লিখুন :

“নারীদের ক্ষমতায়ন, অধিকার বাস্তবায়ন করে পিছিয়ে পড়া নারীদের আধুনিক ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে নিরলশ ভাবে কাজ করে যেতে চাই —— কেন্দ্রীয় যুব মহিলালীগ নেত্রী শারমিন আক্তার ময়না” এ একটি মন্তব্য

  1. Mohammad Nurul Quadir Ronnie, SATV বলেছেন:

    Best of luck to dear Moyna Apa as well as Makam Bhai you also.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।