তৌফিকুল ইসলাম তূর্যঃ
“শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে”
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে জামালপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার(১৩জুলাই)বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে গমন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে দলীয় কার্য়ালয় থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে দুইশ জন দলীয় নেতা কর্মী সড়ক পথ ৩৬ টি যানবাহন নিয়ে যাত্রা করবেন। (১৪জুলাই)শুক্রবার সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সেখানেই জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শপথ বাক্যে পাঠ করাবেন সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ।
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি,এস, এম মিজানুর রহমান, যুগ্মসাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, সালেহ শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ,ব,ম জাফর ইকবাল জাফু,প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক নাঈম রহমান, উপ-দপ্তর সম্পাদক সামিউল আউয়াল ডনি, সদস্য রেজাউল করীম চৌধুরী মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।তারা জানান,সেখানে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী সহ দেশবাসির উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল,জামালপুর টেলিভিশন রির্পোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে ।