• শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মন্তব্য কলাম- স্বাগতম জাতীয় নেত্রী, মাননীয় বেগম খালেদা জিয়া——– মতিউল আলম আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়,দল তাকে আজীবন বহিষ্কার করেছে জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের খাতেমন মঈন মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকার জামালপুরে মাস ব্যাপী অনূর্ধ্ব ১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের শুভ উদ্বোধন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকার মালামাল সহ আসামী আটক দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ……. সাবেক আইজিপি আবদুল কাইয়ুম জামালপুর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতা আলামিনের পিতার মৃত্যুতে এম শুভ পাঠানের শোক প্রকাশ জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪- ২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জামালপুরে এম শুভ পাঠানের নেতৃত্বে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুুরে এম এ রশিদ হসপিটালে ইভালুয়েশান অব ব্রেস্ট লাম্পস্ অ্যান্ড অ্যাওয়ারনেস এ্যবাঊট ব্রেস্ট ক্যান্সার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার ঃ

জামালপুরে   “ইভালুয়েশান অব ব্রেস্ট লাম্পস্ অ্যান্ড অ্যাওয়ারনেস এ্যবাঊট ব্রেস্ট ক্যান্সার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এম এ রশীদ হসপিটালের সেমিনার কক্ষে অনুষ্ঠানের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন এবং এম এ রশীদ হসপিটালের কন্সাল্টেন্ট- সার্জারী, ডা. জাকির হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হসপিটালটির হেড অব অপারেশন এম এ জলিল খান।

সেমিনারে বক্তারা জানান, ব্রেস্ট ক্যান্সার একটি মরণঘাতী রোগ এর চিকিৎসাও ব্যয়বহুল। দেরীতে রোগ নির্ণয় এবং শেষ পর্যায়ে এসে চিকিৎসা তেমন কোন উপকারে আসে না অথচ প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় রোগীর এক দিকে যেমন জীবন বাচাতে সহায়তা করে, তেমনি চিকিৎসা খরচও কম। তাই সমাজে বিশেষ করে নারীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃস্টি করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এম এ রশীদ হসপিটালে ব্রেস্ট ক্যান্সারের সুচিকিৎসার বিষয়টি উল্লেখ করে বক্তারা আরো বলেন, ইতোমধ্যে এখানে ৮/১০ জন ব্রেস্ট ক্যান্সার রোগীর সার্জারী হয়েছে এবং চিকিৎসা নিয়ে তারা সুস্থ আছেন। এ বিষয়ে হসপিটালটির হেড অব অপারেশন এম এ জলিল খান বলেন, সুচনায় ক্যান্সার নির্ণয় করা গেলে দেশেই উন্নত চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করে তোলা যায়। এম এ রশীদ হসপিটাল কেবল চিকিৎসা সেবাই দিচ্ছে না, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্যান্সার বিষয়ে গণ সচেতনতা তৈরিতে সামাজিক উদ্যােগ গ্রহন করেছে। এখানে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম চালু রয়েছে। দেশের স্বনামধন্য ডাক্তারদের একটি সুদক্ষ টীম এখানে দিন রাত চিকিৎসা সেবা দিচ্ছেন, যে সকল সেবা গ্রহনের জন্য আগে ঢাকা বা ময়মনসিংহ যাবার প্রয়োজন পড়ত, এখন জামালপুরেই সে সকল সেবা নিশ্চিত করা হয়েছে। এখানে অভিজ্ঞ ক্যান্সার সার্জন ও ক্লিনিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞের সমন্বয়ে ক্যান্সার চিকিৎসার সমন্বিত ব্যাবস্থাপনা রয়েছে। ২৪ ঘন্টা ইমার্জেন্সি সহ CCU NICU সুবিধা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক,ডা. মোস্তফা তারেকুজ্জামান, ইমার্জেন্সি বিশেষজ্ঞ ডা. এন আলম সিদ্দিকী। এছাড়াও এম এ রশীদ হসপিটালের সকল বিভাগের ডাক্তারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।