ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালকের কার্যালয় মিলনায় তুমি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক অর্থ ও প্রশাসন কৃষিবিদ মোঃ জয়নাল আবেদীন। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ সালমা আক্তার, বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা এই ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।