মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে বিআরটিএ জামালপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসনের সহায়তায় প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাসিনা বেগম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিআরটিএর জামালপুরের সহকারি পরিচালক মোঃ আবু নাইম,মটর যান পরিদর্শক মোঃ আফতাবুল ইসলাম, দৈনিক আজকের জামালপুর সম্পাদক এম এ জলিল, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন মিন্টু, ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে অবগত করণ করে সড়কের চলাচলত যানবাহনের ফিটনেস, ড্রাইভারদের যথাযথ প্রশিক্ষণ, সড়ক পথে চলাচলের নিয়ম কানুন সম্পর্কে অবহিতকরণ করার পাশাপাশি ত্রুটিপুর্ণ যানবাহন ও দুর্ঘটনা প্রবন এলাকা চিহ্নিত করে তা বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয় আলোকপাত করা হয় ।