ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা মে বৃহস্পতিবার সকালে শহরের ফৌয়েজদারি মোড় থেকে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদের সভাপতিত্বে ও শ্রম পরিদর্শক স্বাস্থ্য আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম , জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন , সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন সহ আরো অনেকে ।
এ সময় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুরে ধরে মালিক শ্রমীকের সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে দেশের অর্খনীতির চাকাকে সমৃদ্ধ করে আগামীর নতুন বৈষ্যম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।