• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত  জামালপুরের  মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ফরিদকে আটকের পর জেল হাজতে প্রেরন

বকশীগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়া (২০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২১ জুন) দুপুর ১২টায় বকশীগঞ্জ পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিহত তানিয়ার বাবা তাজমল হক, মাতা স্বাধীনা আক্তার, বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল,বকশীগঞ্জ সদর ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ লুৎফা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিহত তানিয়ার বাবা তাজমল হক বলেন, আমার মেয়ে তানিয়া আক্তার (২০) কে ৪ বছর আগে ঝালরচর পূর্বপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে শাহীন মিয়ার কাছে (৩৫) কাছে বিয়ে দেই। বিয়ের পরে আমার মেয়েকে নিয়ে শাহীন ঢাকার বাসাবো মাদারটেক বাগানবাড়ী এলাকায় বসবাস শুরু করে। তাদের ঘরে একটি ছেলে সন্তান আছে। দীর্ঘদিন ধরে আমার মেয়ের স্বামী শাহীন মিয়া যৌতুকের জন্য চাপ সৃষ্টি করলে কয়েক দফায় তাকে দুই লাখ টাকা দেই। পরবর্তীতে আবারও যৌতুকের জন্য চাপ সৃষ্টি করলে এ নিয়ে কয়েক দফা দেন দরবারও হয়েছে। আমি গরীব মানুষ জীবিকার তাগিদে ঢাকায় অটো রিক্সা চালাই, টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে আমার মেয়ে তানিয়ার সঙ্গে তার স্বামী শাহীনের ঝগড়া লেগেই থাকতো। আমি কুরবানী ঈদে মেয়েকে বাড়িতে আনতে গেলে শাহীন আসতে দেয়নি। ১৭ জুন সকালে আমি ঢাকা থেকে মেয়ে তানিয়ার কাছে ফোন করলে শাহীন আমার মেয়ের সঙ্গে কথা বলতে দেয়নি। বিকালে তানিয়ার মৃত্যুর খবর পাই। আমি যাওয়ার আগেই বাসাবো সবুজবাগ থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ও অপমত্যেু মমলা দায়ের করে। আমি হত্যা মামলা করতে চাইলেও পুলিশ হত্যার মামলা নেয়নি। আমি কোর্টে মামলা করবো,আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহাম্মেদ জানান,ঘটনাটি ঢাকার সবুজবাগ থানায় ঘটেছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা ভালো দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।