• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধারের দাবী কৃষকদের জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে তরুণ এবং নারী উদ্যোক্তার জন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক ১২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ভোধন জামালপুরে দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান জামালপুরে এলডিবি মনোনীত জামালপুর সদর আসনে এমপির প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ  মাসুদ হোসাইনের গণ সংযোগ  মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন বকশীগঞ্জে নাশকতার অভিযোগে ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসবে সাঁতর প্রতিযোগীতা অনুষ্টিত সরকারি আশেক মাহমুদ কলেজে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা কোর্সের সমাপনী অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারা মুক্তির দাবিতে মানববন্ধন

জামালপুর পৌরসভার দক্ষিণাঞ্চলে স্টেডিয়াম করার আশ্বাস দেন ডিসি হাছিনা বেগম

 

বিশেষ প্রতিবেদক:
‘ মাদক ছেড়ে খেলার মাঠে, শিশু কিশোর আয়না ছুটে’। সড়ক সংস্কার কারেন্ট বাতি, জলাবদ্ধতার হবে গতি’। এসব স্লোগান সামনে রেখে জামালপুর পৌরসভার উন্নয়নে ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জামালপুর পৌরসভার দক্ষিণাঞ্চলে একটা মিনি স্টেডিয়াম গড়ে তোলার আশ্বাস দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
পৌরসভার ৮ নং ওয়ার্ডে দাপুনিয়া বড় মাসজিদ সংলগ্ন একটি কেজি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক জলাবদ্ধতা নিরসনে জামালপুর পৌর প্রশাসকের কার্যক্রমে প্রশংসা করে বলেন অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থার দূর্বলতা, পলিথিন, প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য যত্রতত্র ফেলে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন ব্রহ্মপুত্র এবং ঝিনাই নদীতে পানি নাই অথচ সামান্য বর্ষাতে গোটা শহর জলমগ্ন হয়ে পড়ে। তিনি বলেন গবাখালি খাল ও বংশখাল সংস্কারে আমরা মন্ত্রণালয়ে বড় ধরণের প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি তা অনুমোদন হয়ে যাবে।
একই সাথে তিনি জন্ম নিবন্ধনের গুরুত্ব, বাল্যবিয়ের কূফলসহ বিভিন্ন ইস্যুর বিশ্লষণমূখী আলোচনা করেন।
পৌর প্রশাসক একেএম আব্দুল্লূহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম (বার)।
ওয়ার্ড পর্যায়ে সভার সমন্বয়ক মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম ও আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষাবিদ আমির উদ্দিন, শ্রমিক সংগঠক ও জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর দিদারুল আলম কালা, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী আছির উদ্দিন প্রমুখ। এর আগে  ৮ নং ওয়ার্ডের ৮ গ্রামের ৮ জন প্রতিনিধি স্ব স্ব এলাকার বিদ্যমান সমস্যা, অসঙ্গতি তুলে ধরে  সমাধানের দাবি করেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম (বার) বলেন মাদক কারবারী ও মাদকাসক্তদের ভয় করার দরকার নাই। ভয় করে জয় করে পুলিশের ওপর ভরসা রাখুন। ওদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য দেন। পুলিশ অফিসার কোন পদক্ষেপ না নিলে ওই পুলিশের বিরুদ্ধে একশন নেয়া হবে। তিনি বলেন ২৬ লাখ মানুষের জন্য জামালপুরে মাত্র ১৩ শ পুলিশ আছে। এরমধ্যে শান্তি, শৃঙ্খলাসহ নানাবিদ কাজে ব্যস্ত থাকে অনেক পুলিশ সদস্য।
পুলিশ সুপার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন আপনারা সহায়তা করলে মাদক, জুয়া, নারী, শিশু নির্যাতনসহ অপরাধমুক্ত জামালপুর গড়ে তোলা সম্ভব হবে।
পৌর প্রশাসক একেএম আব্দুল্লাহ বিন রশিদ পূজার পর সড়ক বাতি ও সড়ক সংস্কারের আশ্বাস দেন। তিনি শিশুদের হাতে ফুটবল তুলে দেন।
উল্লেখ সড়ক, সংস্কার, সড়ক বাতি লাগানো, জলাবদ্ধতা নিরসন,  বাল্যবিয়ে নিরোধ, জন্ম নিবন্ধন করা, বৃক্ষরোপনসহ ১১টি ইস্যু নিয়ে জামালপুর পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক সভায় উদ্যোগ নিয়েছে জামালপুর পৌরসভা। এ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মানবাধিকার ও উন্নয়ন কর্মী জাহাঙ্গীর সেলিম।
৮ নং ওয়ার্ডের সভায় পাঁচ শতাধীক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।