এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫- ২৬ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পুকুরে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা সাঁতারুদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার সকলে প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইফতেখার ইউনুস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জামালপুরের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক , সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।
প্রতিযোগিতায় তিন গ্রুপে বালক/বালিকা মোট ৫৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। পাশাপাশি বাছাইকৃত প্রতিযোগিরা মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
প্রতিযোগিদের উদ্দেশ্য অতিথি বৃন্দ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতা শেষে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।