জামালপুরের দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। বৃত্তি প্রদান অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামলপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব ও উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন, এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কায়েস সহার অনেকে। এ সময়
১৫৫ জন এতিম শিক্ষার্থীদের প্রত্যেককে মাসিক ২০০০ টাকা হারে ৩ মাসের ৬০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।