• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

ইসলামপুরে পূর্ব শত্রুতার জের ধরে বীর বিক্রম পরিবারের উপর হামলা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে জুয়া খেলা সহ নানা অপকর্মের প্রতিবাদ করায় পূর্ব শত্রুতার জের ধরে বীর বিক্রম পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোক্তভোগি বীর বিক্রম পরিবারের শহিদ মন্ডল পার্শবর্তী মোঃ আইনদ্দিনসহ ৮জনের নামে ইসলামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে জানাযায়, ওই গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আইনদ্দিন,বাবু মাবু হোসেনের পুত্র শহিদ,রফিকুল,শফিকুল গংরা দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়াধি নিয়ে বীর বিক্রম পরিবারের সাথে শত্রুতা করে আসছিল।

তারা এলাকায় বিভিন্ন অপকর্ম সহ প্রতি নিয়তই জুয়া খেলার আসর বসালে বীর বিক্রম সাহেব আলীর পুত্র মালু তাদের জুয়া খেলার মাঝে মধ্যই নিষেধ করতো। এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বীর বিক্রম সাহেব আলীর পুত্র মালু মন্নিয়া বাজারে গেলে পূর্ব শত্রুতায় ও আক্রুশে তার উপর হামলা চালায়। এ সময় বাজারে থাকা স্বজনরা তাকে উদ্ধার করতে যায়। এতে বীর বিক্রমের ভাই শাহজাহান,ছায়ের উদ্দিন,হাজী মন্ডলের পুত্র আঃ রাজ্জাক,কেরামত প্রামানিকের পুত্র ইমান আলী গুরুত্বর আহত হয়।

এ সময় তারা সুযোগ বুঝে শহিদুলের পকেটে থাকা ৫০হাজার ২শত টাকা ছিনিয়ে নেয়।আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা অবনতি হওয়ায় বীর বিক্রম সাহেব আলী ভাই শাহজাহান ও পুত্র মালুকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তারা চিকিৎসা নিয়ে বাড়িতে আসিলে বিভিন্ন হুমকিতে বীর বিক্রম মৃত-সাহেব আলীর পরিবার আতংকে দিনাতিপাত করেছ।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- এ ঘটনায় দুপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।