• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

জামালপুরে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

শফিকুল ইসলাম শফিক ঃ
করোনার লকডাউন ও শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ জামালপুর যুবলীগের নেতৃকর্মীরা। রবিবার সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর বিধবা বিল এলাকার কৃষক রকিবুল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা, স্থানীয় আওয়ামী লীগসহ যুবলীগের দুই শতাধিক নেতাকর্মী। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মির্জা নাসিউল আলম শুভ্র’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। ধান কাটায় অংশ নেয় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ফরিদ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মিলন মিয়া, নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খোকন, সদস্য আসাদুজ্জামান বাবু মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, গোলাম ফারুক নান্নু, মোখলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম শান্ত, মোরাদ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান উদ্দিন খোকা, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন মানিকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মির্জা নাসিউল আলম শুভ্র বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাস নিখিলের নির্দেশে আমরা জামালপুর জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও ওয়ার্ড যুবলীগেরনেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। এভাবে এ অঞ্চলে যেখানেই কৃষকের সমস্যার খবর পাবো সেখানেই আমরা তাদের সহযোগিতার জন্য মাঠে নামবো ইনশাআল­াহ।
কৃষক রকিবুল বলেন, করোনার লকডাউন ও শ্রমিক সংকটের কারণে আমার দুই বিঘা জমির ধান কাটতে পারছিলাম না। যুবলীগের নেতৃবৃন্দ আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ায় আমি অনেক খুশি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের নেতৃবৃন্দের কাছে চিরকৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।