ফজলে এলাহী মাকামঃ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের নান্দিনা আশার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদরের নান্দিনার আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল। এ সময় আশার ডিএম কর্মকর্তা মোঃ আতাউর রহমান, ডাক্তার খন্দকার মোজাম্মেল হোসেন,ডাঃ আহসান হাবিব আসিফ,ডাঃ আশরাফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীদের সহায়তার বিষয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্য বিতরণ করা হয়।