• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সাকিব আলীর সুচিকিৎসা না পাওয়ার  অভিযোগ জামালপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন জামালপুরে মানবাধিকার বিষয়ক সভা সর্ব মহলে প্রশংসা রৌমারীরতে ৩৫ বিজিবি ও ছাত্র-জনতা রাস্তা সংস্কার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল জামালপুরে পিঙ্গলহাটিতে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন আনোয়ারা বেগমের পরিবারের জামালপুরে মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিরীহ বাবু মিয়া পরিবার জামালপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ বর্ণনা ২০২২ এর জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুরে প্রস্তাবিত যৌন হয়রানি  আইন ২০২২ শীর্ষক মতবিনিময়।

তানভীর আহমেদ হীরা |ঃ

জামালপুরে প্রস্তাবিত “যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২” প্রয়োজনীয়তা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২ডিসেম্বর) দুপুরে জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মিলনায়তন কক্ষে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ও  এডুকো বাংলাদেশের সহযোগিতায় সুধীজনদের নিয়ে দিনব্যাপী যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২”প্রয়োজনীয়তা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবী প্রশিক্ষক  আতিকু সুমনের সঞ্চালনায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসী ফোরামের কেন্দ্রীয় কমিটি সদস্য শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমে এন্ড অপস) সোহেল মাহমুদ,অতিথি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, পৌর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া,
জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার শামসুর রহমান, জামালপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি, এডভোকেট আনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধি   জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ,সহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা বলেন, দেশে প্রচলিত আইনের ধারা থাকলেও প্রকৃত অর্থে সর্বক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও আইন সম্পর্কে মানুষের সম্মুখ ধারণা না থাকার কারণে অপরাধ সংগঠিত হচ্ছে। তাই নতুন করে আইন না করে নারী ও শিশু যৌন হারানির  প্রচলিত আইনে আরো কিছু সংযোজন প্রয়োজন। এছাড়াও যৌন হয়রানি প্রতিরোধে ব্যাপক ভিত্তিতে গণসচেতনতা বৃদ্ধি করা দরকার। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী কমিটি করা আবশ্যক বলে মত দিয়েছেন বক্তারা।

জামালপুর।
২,১২,২৩


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।