• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুরে সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ তৈরি এবং সকল পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ করার লক্ষে জামালপুরে সিডস কর্মসূচির আওতায় ফোকাল ব্যক্তিদের নিয়ে বুধবার দিনব্যপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচি জামালপুর সদর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কর্মসূচি ব্যবস্থাপক মো. সামসুদ্দিন, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ফোকাল ব্যক্তি সাবিনা ইয়াসমিন। কেন্দুয়া ও তিতপল্লা ইউনিয়নের ২২ জন ফোকাল ব্যক্তি প্রশিক্ষণে অংশ নেন। জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় দুইশ জন ব্যক্তি ফোকাল ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরা সবাই দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন।
সূত্র জানায় দেশব্যপী সীমাহীন দুর্নীতির কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় জনসচেতনতা এবং গণজাগরণের মাধ্যমে সামাজিক আন্দেলন গড়ে তোলার লক্ষে সিডস কর্মসূচির আওতায় দুর্নীতিবিরোধী ও দুর্নীতি প্রতিরোধের কৌশল ও দক্ষতা উন্নয়নে জামালপুরে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির  আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।