এম,এফ,এ মাকামঃ
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ উপলক্ষে এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খেলনা রানী দে, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্বাস আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ মারুফ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বেসিক কম্পিউটার কোর্সের মাধ্যমে নিজেদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এর আগে কলেজের অভ্যন্তরে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা সমৃদ্ধ পুকুরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।