• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুর জেলা রেড ক্রিসেন্টের নতুন এডহক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল রানা ঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে প্রতিবাদ সভা ও নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ।

গতকাল রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের সকাল বাজারে জেলা রেডক্রিসেন্টের আজীবন সদস্য শামীম আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শুরুতেই বক্তব্য রাখেন জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত নতুন এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জিলানী। পরে লিখিত বক্তব্য রাখেন নতুন এডহক কমিটির সেক্রেটারি মো. খায়রুল ইসলাম লিয়ন।

সাংবাদিকদের উদ্দেশ্যে সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন বলেন, আপনারা জানেন দীর্ঘদিন পর ১৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের আজীবন সদস্যদের মধ্যে থেকে ১১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইিিট। এই কমিটিতে মো. মাহবুবুর রহমান জিলানীকে ভাইস চেয়ারম্যান এবং মো. খায়রুল ইসলাম লিয়নকে সেক্রটারি করা হয়েছে। এ ছাড়া ছাত্রপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, নারীনেত্রী, এনজিও প্রতিনিধিও এই কমিটিতে স্থান পেয়েছেন।

তিনি আরও বলেন, এই কমিটি অনুমোদনের পর ১৮ মে রবিবার দুপুরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশ থেকে কমিটির বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট অভিযোগ তুলে ধরেন এবং কমিটি বাতিলের দাবি জানান। জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন এডহক কমিটি অনুমোদন করেন রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান। কিন্তু জেলা প্রশাসককে জড়িয়ে বিভ্রান্তিমূল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা জামালপুরবাসীর জন্য লজ্জাজনক।

খায়রুল ইসলাম লিয়ন আরো বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি হল মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবামূলক অরাজনৈতিক আন্তর্জাতিক একটি সংস্থা। এই সংস্থার নবগঠিত জামালপুর জেলা ইউনিটের এডহক কমিটির বিরুদ্ধে বিএনপিনেতার উস্কানিমূলক বক্তৃতায় আমরা বিস্মিত হয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন নতুন এডহক কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসকসহ প্রত্যেক নেতৃবন্দকে সামাজিক ও মানসিকভাবে হেয়প্রতিপন্ন করে বক্তৃতা দিয়েছেন। তিনি জেলা প্রশাসককেও ছাড় দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন।

এছাড়া এডহক কমিটির সদস্য নারীনেত্রী শামীমা খান একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হলেও তাকে নাস্তিক বলে কটূক্তি করেছেন। কমিটির আরও দু’জন সম্মানিত সদস্যের বিরুদ্ধেও বানোয়াট কথাবার্তা বলে তাদের সম্মানহানি করেছেন বলেও দাবি করেন খায়রুল ইসলাম লিয়ন।

রেডক্রিসেন্ট ইউনিট একটি অরাজনৈতিক সংস্থা হলেও এডহক কমিটি নিয়ে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন যে বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়েছেন জামালপুর জেলা রেডক্রিসেন্টের এডহক কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জামালপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বানোয়াট অপপ্রচারের বিষয়ে সঠিক সংবাদ পরিবেশ করে সাংবাদিকদের প্রতি সহযোগিতা কামনা করেন সেক্রেটারি মো. খায়রুল ইসলাম লিয়ন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।