মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার (১৭ সেপ্টেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিঞ্জিরাম জোনের ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক মাষ্টার, প্রধান অতিথি ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, জিঞ্জিরাম জোনের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
জিঞ্জিরাম জোনের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক চর আমখাওয়া ইউনিয়ন পরিশোধ চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক শাহ জালাল, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহেল রানা সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, ও জিঞ্জিরাম জোন ক্রীড়া প্রতিযোগিতা উপ কমিটি ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকগণ। তিন দিন খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।