আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমান (৫২) কে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন করে স্থানীয়রা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বজলু মোল্লা, সাখাওয়াত হোসোন শুভ, আমির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শহরের দড়িপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক কন্যা শিশুর বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিক ওই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বিলকিছ বেগম বাদী হয়ে জামালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা হলেও এখন পর্যন্ত ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
আসামি গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ^াস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে।