• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা মেলান্দহে সুধিজনের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বকশীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: মেশিন জব্দ ও ধ্বংস সংবিধান সংষ্কার – জামালপুর সদরে ভোটের গাড়ী প্রচারনা জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

 

মতিন রহমান, বকশীগঞ্জ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সাকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি আয়োজন করা হয়।

একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ভোটারদের সচেতন করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম,উপজেলা আইসিটি কর্মকর্তা খাইরুল বাশার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন এবং অন্যান্য দপ্তরের প্রধানগণ।

সভায় বক্তারা একটি সফল নির্বাচনের জন্য ভোটারদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং যেকোনো অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করেন, সেই বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল হাই তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।