• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা বর্ন্যাঢ্য নানা আয়োজনে জামালপুরে এস এ টিভির ১৪ তম জন্মদিন পালিত জামালপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরদের মাঝে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে মেসার্স মিজান ট্রেডার্স ও মেসার্স মিয়াদ ট্রেডিং এর শুভ হালখাতা অনুষ্ঠিত জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা

জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন।
সকালে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামালপুর-৫ সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। তিনি পৌর শহরের পাথালিয়া এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। শহরের ফৌজদারী মোড়, বকুলতলা চত্বর, তমালতলা, দায়াময়ী মোড়, গেইটপাড়সহ বিভিন্ন এলাকায় পথসভা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। বকুলতলা চত্বরে আয়োজিত পথসভায় ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ করতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবে। বিগত আওয়ামী লীগ আমলে যারা এমপি ছিলো তারা এলাকার উন্নয়নে কিছুই করেনি, তারা লুটপাটে ব্যস্ত ছিলো। আমি নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নে ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এদিকে, জামালপুর সদর আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ও ভোট প্রার্থনা করছেন।
উল্লেখ্য, জামালপুর- ৫ (সদর) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। দাড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ। কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রার্থী শেখ মো: আক্কাস আলী। ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। বাইসাইকেল প্রতীকের জাতীয় পার্টি-জেপির প্রার্থী মো: বাবর আলী খান। তারা প্রতীকের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো: আমির উদ্দিন। ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।