• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন

আবুল কালাম আজাদ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের গেটপারস্থ কার্যালয়ের সামনে এ প্রদর্শণীর আয়োজন করে বিপিজেএ জামালপুর জেলা শাখা।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাবুল আকন্দের সভাপতিত্বে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

সাংস্কৃতিকর্মী এম আর আই রাসেলের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সংগঠনের উপদেষ্টা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান, জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার সমিতির সভাপতি ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস.এম মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকেই।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক নিপুন জাকারিয়া, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, প্রচার সম্পাদক এস.এম হোসাইন আছাদ, কার্যকরি সদস্য আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, রুহুল আমিন রাজু, সাধারণ সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, শফিকুল ইসলাম, বিপুল মিয়া, এহসান আলী, শামীম হোসেন ও বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর ফটো-সাংবাদিকদের সাথে তোলা ছবিসহ বেশ কিছু দুর্লভ ছবি নিয়ে আলোচিত্র প্রদর্শনীস্থল ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।