• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন

আবুল কালাম আজাদ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের গেটপারস্থ কার্যালয়ের সামনে এ প্রদর্শণীর আয়োজন করে বিপিজেএ জামালপুর জেলা শাখা।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাবুল আকন্দের সভাপতিত্বে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

সাংস্কৃতিকর্মী এম আর আই রাসেলের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সংগঠনের উপদেষ্টা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান, জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার সমিতির সভাপতি ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস.এম মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকেই।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক নিপুন জাকারিয়া, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, প্রচার সম্পাদক এস.এম হোসাইন আছাদ, কার্যকরি সদস্য আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, রুহুল আমিন রাজু, সাধারণ সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, শফিকুল ইসলাম, বিপুল মিয়া, এহসান আলী, শামীম হোসেন ও বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর ফটো-সাংবাদিকদের সাথে তোলা ছবিসহ বেশ কিছু দুর্লভ ছবি নিয়ে আলোচিত্র প্রদর্শনীস্থল ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।