• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

আল্লাহর একাত্ববাদে বিশ্বাস-জামালপুরে হিন্দু থেকে মুসলমান হলেন এক যুবক

 
মো. মেজবাহ উদ্দিন শাকিল ॥
জামালপুরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক যুবক। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতি-নীতি, চাল-চলন, ধর্মীয় কালচার ভালো লাগায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে মুসলমান হয়েছেন বলে জানান ওই যুবক। জানা গেছে, স্ব-ইচ্ছায় হিন্দু থেকে মুসলমান হন বিষু ঋষি (২০)। বর্তমানে তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি জামালপুর শহরের কাচারী পাড়া এলাকার ক্ষীতিশ ঋষি-এর ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার বড় তিনি। এ বিষয়টি সোমবার (১৮ মে) এশা ও তারাবির নামাজ শেষে মুসল্লিদের জানিয়েছেন জামালপুর শহরের সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ। এ সময় ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সদ্য মুসলিম হওয়া মোহাম্মদ আব্দুল্লাহ। এদিকে সদ্য মুসলিম হওয়া ওই যুবককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ ও মুসল্লি সোহেল রানা খান। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ( ১৮ মে) জামালপুর নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামা-এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই যুবক। যার রেজিঃ নং- ৭০৪। নোটারী পাবলিক-এর মনোনিত আইনজীবী হলেন মোহাম্মদ রফিকুল আলম। এরপর আবার ওই যুবককে কালিমা পড়ান সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ। এ ব্যাপারে সদ্য মুসলিম হওয়া মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় আমি ওয়াজ মাহফিল শুনতাম। ওইসব কথা আমার খুব ভালো লাগতো। এক পর্যায়ে আমি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। এবিষয়ে জানতে আমি সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ-এর কাছে যাই। পরে তিনিসহ স্থানীয় যুবকরা মুসলমান হওয়ার বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।