• শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরন আশেক মাহমুদ কলেজের ছাত্রছাত্রীদের ইসলামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩ জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালপুরে তীব্র দাবদাহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ জামালপুরে ১৫ টি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিমের বুথের উদ্বোধন দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

আল্লাহর একাত্ববাদে বিশ্বাস-জামালপুরে হিন্দু থেকে মুসলমান হলেন এক যুবক

 
মো. মেজবাহ উদ্দিন শাকিল ॥
জামালপুরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক যুবক। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতি-নীতি, চাল-চলন, ধর্মীয় কালচার ভালো লাগায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে মুসলমান হয়েছেন বলে জানান ওই যুবক। জানা গেছে, স্ব-ইচ্ছায় হিন্দু থেকে মুসলমান হন বিষু ঋষি (২০)। বর্তমানে তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি জামালপুর শহরের কাচারী পাড়া এলাকার ক্ষীতিশ ঋষি-এর ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার বড় তিনি। এ বিষয়টি সোমবার (১৮ মে) এশা ও তারাবির নামাজ শেষে মুসল্লিদের জানিয়েছেন জামালপুর শহরের সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ। এ সময় ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সদ্য মুসলিম হওয়া মোহাম্মদ আব্দুল্লাহ। এদিকে সদ্য মুসলিম হওয়া ওই যুবককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ ও মুসল্লি সোহেল রানা খান। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ( ১৮ মে) জামালপুর নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামা-এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই যুবক। যার রেজিঃ নং- ৭০৪। নোটারী পাবলিক-এর মনোনিত আইনজীবী হলেন মোহাম্মদ রফিকুল আলম। এরপর আবার ওই যুবককে কালিমা পড়ান সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ। এ ব্যাপারে সদ্য মুসলিম হওয়া মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় আমি ওয়াজ মাহফিল শুনতাম। ওইসব কথা আমার খুব ভালো লাগতো। এক পর্যায়ে আমি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। এবিষয়ে জানতে আমি সরদারপাড়া (বটতলা) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আরিফ-এর কাছে যাই। পরে তিনিসহ স্থানীয় যুবকরা মুসলমান হওয়ার বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।