• শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

ইসলামপুরে কালঝড়ে লন্ডভন্ড বাড়িঘর গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর। গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। । শনিবার ও রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে পৌর এলাকার মোশাররফগঞ্জ,তেঘুরিয়া,টংগের আগলা,ধর্নাপাড়া ও পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে শতাধিক কাঁচাপাকা বাড়িঘর বিধ্বস্ত হওয়া সহ গাছপালা ও আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
জানাগেছে,ঝড়ে পৌর শহরের তেঘুরিয়া গ্রামের আবেদ আলী স্ত্রী নাজিভান,আলাউদ্দিনের পুত্র স্বপ্ন মিয়ার ঘরে গাছ পড়ায় বসত ঘরটি দিখন্ডিত হয়ে যায়। এছাড়াও আকবর হোসেনের পুত্র আজিমুদ্দিন শেখ,জঞ্জালু শেখের পুত্র জামিরুল শেখ, হযরত আলী,উত্তর টংগের আগলা গ্রামের মৃত-দুদু শেখের স্ত্রী জবেদা বেওয়া,জস শেখের পুত্র ইদ্রিস আলী, কুদ্দুস শেখের পুত্র মবেদ শেখ,ধর্নাপাড়া গ্রামের ফরিজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন,উকিল উদ্দিনের পুত্র আহালু শেখের বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়। করিম শেখের পুত্র বাবু শেখ,বসতঘর টিন উড়িয়ে নিয়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে মানবেতন জীবন যাপন করছে।
অন্যদিকে বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয় এবং ঘরের মধ্যে অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়। মৃত জলিলের বিধবা স্ত্রী সামচুন্নাহার বেলার ঘরের উপর গাছ পড়ায় ক্ষতিগ্রস্ত হয়।
ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।