• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত   জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশিগঞ্জে সরকারবাড়ীর ব্যতিক্রমী উদ্যোগ ফলজ গাছের চারা বিতরণ

 কাফি পারভেজ :

 

চলমান করোনাভাইরাস পরিস্থিতি দীর্ঘায়িত হলেও মানুষ যাতে খাদ্য ও পুষ্টি সংকটে না পড়ে এজন্য জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাখীমারা গ্রামের সরকারবাড়ীর উদ্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থী ও দুস্থ ও অসহায় ১০০ পরিবারের মাঝে সোমবার প্রথম পর্যায়ে ১ হাজার পেঁপে, বেগুন ও লেবু গাছের চারা বিতরণ করা হয়েছে। বকশিগঞ্জ উপজেলার পাখীমারা গ্রামের সরকারবাড়ীর বেশ ক’জন যুবক মানবতার সেবায় এবারও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। জানা গেছে, সরকারবাড়ীর মরহুম মৌলভী মঈন উদ্দিনের দেশে বিদেশে অবস্থানরত পরিবারের সন্তানরা এলাকাবাসীর সাহায্যে করোনাক্লান্তিকালে এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থী ও কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে এবার এগিয়ে এসেছেন কানাডা প্রবাসী ইউনিভার্সিটি অব ব্রিটিশ-কলম্বিয়া এর অধ্যাপক ড. মতিউল আলমের মেঝো ছেলে কানাডা প্রবাসী আন্তর্জাতিকভাবে পরিচিত “দ্য মাইন্ডসম্যাশ” চ্যানেলের প্রতিষ্ঠাতা ও সিইও একরামুল আলম আপন।দেশ বিদেশ থাকা সরকারবাড়ীর পরিবারের সদস্যদের পাঠিয়ে দেয়া অর্থে গত দুই মাস থেকে এলাকার ২’শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশুনা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। সরকারবাড়ীর রাসেল সরকার ও সুমন সরকার সমন্বয়ক হিসেবে বিত্তবানদের আর্থিক সহযোগিতা নিয়ে চিকিৎসার জন্য নগদ অর্থও গোপনে পৌঁছে দিচ্ছেন। তারা প্রতি সপ্তাহে ২০০ দুস্থ পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি মসুর ডাল ও এক কেজি করে লবণ বিতরণের কার্যক্রম চলমান রেখেছেন। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে মানুষ খাদ্য ও পুষ্টি সমস্যায় ভুগতে পারে বিষয়টি বিবেচনা করে এ সমস্যার সমাধানে এবার প্রথম পর্যায়ে ১ হাজার পেঁপে, বেগুন ও লেবু গাছের চারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থী ও ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়াও এলাকার পতিত জমিতে স্বল্প মেয়াদী ফলজ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।কেননা পেঁপে যথেষ্ট পুষ্টিসমৃদ্ধ, দ্রুত বড় হয় ও তাড়াতাড়ি ফল পাওয়া যায়। পেঁপে বেগুন ও লেবু বিক্রি করে অর্থও আয় হবে। তাই নিম্ন আয়ের প্রত্যেক পরিবারকে ৫টি করে এসব গাছের চারা দেয়া হচ্ছে। পাখীমারা সরকারবাড়ীর সন্তান জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ বলেন, করোনাক্লান্তিকালে স্বল্প সময়ে পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিতকরণে পুকুরপাড় ও পতিত জমিতে পেঁপে, বেগুন ও লেবু চাষ করতে আমাদের গ্রামে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে। পুষ্টিমানে অত্যন্ত সমৃদ্ধ এই ফল ও সবজি মানব দেহে রোগ প্রতিরোধে কাজ করে এবং পেঁপে স্বল্প মেয়াদী ফল, এর চাষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না।তাই করোনা পরিস্থিতিতে আমাদের এ উদ্যোগ কিছুটা কাজে আসবে বলে মনে করি। বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স ম জামশেদ খন্দকার বলেন, পেঁপে, বেগুন ও লেবু চারা বিতরণে যারা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। বিদ্যমান করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলেও মানুষ যাতে খাদ্য ও পুষ্টি সংকটে না পড়ে এ উদ্যোগ অত্যান্ত প্রসংশার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।