• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

জামালপুর সংবাদদাতা :

জামালপুরের বকশীগঞ্জে সংখ্যালঘু এক পরিবারের জমি দখলে নিয়ে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে ভোক্তভোগীর ছোট ভাই পল্টন কুমার সাহা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বকশীগঞ্জের মালিবাগ মোড় এলাকার আনন্দ মোহন সাহার মালিকানাধীন জমি দখল করার এ ঘটনা ঘটে। জমির মালিক আনন্দ মোহন সাহার ছোট ভাই পল্টন কুমার সাহা জানান, তার বড় ভাই বকশীগঞ্জের চরকাউরিয়া মৌজাস্থিত মালিবাগ মোড় এলাকায় দীর্ঘ ৪০ বছর আগে ক্রয়সূত্রে সোয়া ২৬ শতাংশ জমির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রয়েছেন। দীর্ঘদিন ধরে চরকাউরিয়া সীমারপাড় এলাকার মৃত আবর উদ্দিনের ছেলে ফেরদৌস মিয়া (৫২) এবং তার ছোট ভাই ইদ্রিস মিয়া (৫০) এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি তার বড় ভাই আনন্দ মোহন সাহা চিকিৎসাজনিত কারণে ঢাকায় থাকার সুযোগে বিবাদীরা তাদের জমিতে রাতের আধারে ছাপড়া ঘর তোলে জমি দখলে নিয়ে নেয়। পরের দিন শুক্রবার সকালে ওই জমিতে ঘর দেখতে পেয়ে কেন ঘর উঠিয়েছে এর কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে দা, লাঠি নিয়ে আক্রমণ করে। এসময় কোন রকমে প্রাণে বেঁচে যান তারা। পরে এ ঘটনায় রাতে ফেরদৌস ও তার ছোট ভাই ইদ্রিস সহ অজ্ঞাতনামা ১০/১৫জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, থানায় অভিযোগ করার পর থেকে বাড়িতে ঢুকতে পারছেন না। বিবাদীদের হুমকিতে তারা পালিয়ে বেড়াচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও জানান তারা। এব্যাপারে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোন্তাজ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।