খোরশেদ আহম্মেদঃ
জামালপুর দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) ২০২১ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।আজ মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি এ. কে. এম মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বাহাদুরাবাদ ইউনিয়ন একাদশ বনাম চর- আমখাওয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার এ. কে. এম আবদুল্লাহ বিন রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরউল্লাহ, সমবায় অফিসার রফিকুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জান রাখাল, প্রমূখ। ফাইনাল খেলায় বাহাদুরাবাদ ইউনিয়ন একাদশ ১-০ গোলে চর- আমখাওয়া ইউনিয়ন বিজয় লাভ করেন। খেলা শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান সেলায়মান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার এ. কে এম আবদুল্লাহ বিন রশিদ । পুরস্কার শেষে উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন বলেন এ বিজয় শুধু আমার একার না পুরো দেওয়ানগঞ্জবাসীর।