দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলায় এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাব্বত কবির । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপির পি এ মুক্তাদির বিল্লাহ শিপন , প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ রায়হান হাবিব, চিকাজানি ইউপি চেয়ারম্যান মোমতাজ উদ্দিন মুনতা যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ কালের কন্ঠের প্রতিনিধি তারেক মাহমুদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং নার্সরা উপস্থিত ছিলেন ।