আফনান/তূর্য ঃ
জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ ১৭র জেলা পর্যায়ের বালক ও বালিকা পর্যায়ের উদ্বোধনী খেলা শুরু হয়েছে।
আজ সকালে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাসীর উদ্দিন আহমেদ,জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ,সিভিল সার্জন ডাৎ প্রণন কান্তি দাস,অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান,পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ বম জাফর ইকবাল জাফু, বিসিবি সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন,জেলা ত্রীড়া কর্মকর্তা সেতু আক্তার সহ আরো অনেকে। এ সময় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখার পাশাপাশি সুষ্ঠধারার বিনোদনে খেলাধুলার মাধ্যমে দেহ মন গড়ে দেশের সুনাগারিক হাওয়া বিষয়ে আলোকপাত করা হয়।
উদ্বোধনী খেলায় মাদারগঞ্জ উপজেলা বালিকা দলকে ও ইসলামপুর উপজেলা বালিকা দল ২-০ গোলে ও বালক পর্যায়ে ইসলামপুর বালক দলকে মাদারগঞ্জ বালক দল ২-০ গোলে পরাজিত করে। খেলায় উপস্থাপনা করেন ক্রীড়া মোদী অধ্যাপক তরিকুর ফেরদৌস।