• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত 

জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা

 

বিশেষ প্রতিবেদক:
৫৩ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট জামালপুর পৌরসভার দুঃখ জলাবদ্ধতা। একই সাথে বিভিন্ন সংযোগ সড়ক ও গ্রামীণ সড়কগুলোর অবস্থা খুবই নাজুক। অধিকাংশ এলাকায় সড়ক বাতি জ্বলে না। এতে মাদকসেবীদের ওৎপাত ও চুরি, ছিনতাইসহ সামাজিক অপরাধ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এ সব নেতিবাচক অবস্থা দূরিকরণে জামালপুর পৌরসভার উদ্যোগে ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক সভা শুরু হয়েছে। সভা আয়োজনে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠন ও গন্যমান্য ব্যক্তিরা সর্বাত্তক সহায়তা করছেন। এ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সমাজ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।
ইতিমধ্যে ২, ৪, ১২ ও ৭ নং ওয়ার্ডে সফলভাবে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ডে বিভিন্ন মহল্লার ভূক্তভোগী নানা, শ্রেণি, পেশার, নারী, পুরুষ, ইমাম, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইতিমধ্যে প্রায় দেড় হাজার মানুষ সভাগুলোতে অংশ নেন।
সভায় মূখ্য আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক এবং তাৎক্ষণিক কর্মভিত্তিক আলোচনা করেন জামালপুর পৌরসভার প্রশাসক একেএম আব্দুল্লাহ বিন রশিদ। এ যাবৎ সভাগুলোতে অনুপ্রেরণাদায়ক ও অঙ্গীকারের ভাষায় বক্তব্য রেখেছেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ  সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল মো. আতিক,  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক এমএ জলিল, পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হারুন অর রশিদ, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, আরটিএন ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল করিম, শিক্ষাবিদ আমির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।
সভাগুলোর শুরুতেই অংশগ্রহণকারীদের কাছ থেকে সমস্যার কথা শোনা হয়। অগ্রাধীকারভিত্তিতে যে কাজগুলো স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব সে কাজগুলো পরদিন থেকেই শুরু করা হচ্ছে বলে সহকারী প্রকৌশলী বকশি সাহেব জানান।
সড়ক বাতির কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান।
সভায় জলাবদ্ধতা, সড়ক সংস্কার, সড়ক বাতি, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ, জন্ম নিবন্ধন করা, বৃক্ষরোপন, ময়লা আবর্জনা অপসারন ও ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালীকরণ, শব্দদূষণ রোধ, ট্রাফিক ব্যবস্থা শক্তিশালী করাসহ ১১টি সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পর্যাক্রমে প্রতিটি ওযার্ডে সচেতনতামূলক সভার আয়োজন করা হবে বলে জানান জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।
জানা যায় জামালপুর উচ্চবিদ্যালয় জামে মসজিদ কমিটি হাইস্কুল মোড়ে, মুসলিমাবাদ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ৪ নং ওয়ার্ডে, তিরুথা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ১২ নং ওয়ার্ডে এবং পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে ৭ নং  ওয়ার্ডে সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।